বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের ২ সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সাধার সম্পাদক তরফদার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বাগেরহাট প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল ইমরান (মানব কন্ঠ ও বাংলা টিভি) ও মামুন আহম্মেদ (কালের কন্ঠ ও দিপ্ত টিভি) কে বাগেরহাট প্রেসক্লাব থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন ধরনের কার্যকলাপ, প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুন্ন করার দায়ে ০৯,১০, ২৫ তারিখের বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও বিশেষ সাধারণ সভায় কন্ঠ ভোটে তাদেরকে স্থায়ী ভাবে বাগেরহাট প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা হয়। বাগেরহাট প্রেসক্লাবের সদস্য হিসেবে তাদের সাথে সাংগঠনিক আর কোন সম্পর্ক থাকলো না ।