সর্বশেষ :
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার  ইন্তেকাল, জেলা বিএনপির শোক কাউখালী উত্তর নিলতী সমতট বিদ্যালয়ে শিক্ষক জাহানারা আক্তার ও কমিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে  বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের অভিযাত্রা শুরু

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশে তরুণদের কণ্ঠস্বরকে আগামী নির্বাচনী প্রক্রিয়ায় অর্থবহভাবে প্রতিফলিত করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে “তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন উদ্যোগ।  আগামীকাল, ১৩ অক্টোবর ২০২৫, বাগেরহাট জেলা পরিষদ হলরুমে এ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো তরুণ ও স্থানীয় জনগণের চাহিদা, সমস্যা এবং অগ্রাধিকারকে আগামী জাতীয় নির্বাচনের ইস্তেহারে অন্তর্ভুক্ত করা, যাতে একটি জনকেন্দ্রিক ও তরুণ-অন্তর্ভুক্ত গণতন্ত্র গড়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার তরুণ সংগঠকরা। কর্মসূচিতে স্থানীয় তরুণরা সরাসরি তাদের দাবি, প্রস্তাব ও মতামত উপস্থাপন করবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে।

এই উদ্যোগের আওতায় বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, টেকনাফ ও চট্টগ্রাম জেলায় ধাপে ধাপে তরুণদের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচনী ইস্তেহার প্রণয়ন প্রক্রিয়া চালু করা হবে। ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD), কি ইনফরমেন্ট ইন্টারভিউ (KII) এবং স্টেকহোল্ডার পরামর্শসভা অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় জনগণের চাহিদা ও অগ্রাধিকার চিহ্নিত করে তা রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হবে।

উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায়। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

কর্মসূচিটি তরুণদের রাজনৈতিক সচেতনতা, নাগরিক অংশগ্রহণ এবং জবাবদিহিমূলক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর