বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জের কৃতি সন্তান ড. কাজী মনিরুজ্জামান মনির পেলেন ‘বেগম খালেদা জিয়া সম্মাননা স্মারক’

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মোরেলগঞ্জের কৃতি সন্তান ড. কাজী মনিরুজ্জামান মনির। বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের আয়োজনে তাঁকে প্রদান করা হয় “মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সম্মাননা স্মারক”।
 ১০ অক্টোবর ২০২৫ রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। এ বছর অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—
“ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হউক।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান  শামসুজ্জামান দুদু,
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,এছাড়াও আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক,  এ্যাড. মো. মজিবুর রহমান টোটন, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ভিপি ডা. মো. মাইনুল ইসলাম (বাদল তালুকদার) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সোলায়মান তালুকদার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ড. কাজী মনিরুজ্জামান মনির শুধু একজন রাজনীতিক নন, তিনি ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এক সাহসী মুখ। তাঁর ত্যাগ, সততা ও আদর্শ জাতীয় রাজনীতিতে অনুকরণীয়।”
ড. মনির বলেন,
“এই সম্মাননা আমাকে শুধু গর্বিত করেনি, আরও দায়িত্ববান করেছে—গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য আজীবন লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছি।”
মোরেলগঞ্জের সন্তান হিসেবে এই স্বীকৃতি তাঁর এলাকা ও জনগণের জন্য গর্বের এক মুহূর্ত হয়ে উঠেছে।


এই বিভাগের আরো খবর