সর্বশেষ :
আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলের দক্ষিণ কোরিয়ার গাজাগামী ত্রাণবাহী জাহাজ জব্দ

প্রতিনিধি: / ৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে ত্রাণ বহনকারী একটি বেসামরিক জাহাজ ইসরাইলি সেনাবাহিনী আটক করেছে। জাহাজটিতে ২০ বছর বয়সী একজন দক্ষিণ কোরীয় মহিলাও ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্যের মতে, আগের দিন স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে, গাজা উপত্যকায় যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ২৭ বছর বয়সী মিসেস কিম আহ-হিউনসহ দক্ষিণ কোরিয়ানদের বহনকারী ১১টি ত্রাণবাহী জাহাজ আটক করা হয়। সিউল থেকে দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এ খবর জানিয়েছে। আগের দিন সিউলের জংনো-গুতে ইসরাইলি দূতাবাসের সামনে মানবাধিকার গোষ্ঠীগুলো একটি সমাবেশ করে। সেখানে বলা হয়েছিল, ‘যেসব এলাকায় অবাধ নৌচলাচল সম্ভব সেখানে জাহাজ আটক করা এবং ক্রু সদস্যদের গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘আমরা দক্ষিণ কোরিয়ার সরকারকে তার নাগরিকরা বিপদের মধ্যে থাকায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।’ তবে, গাজা উপত্যকার সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশের আগে মিসেস কিম ব্যতিক্রমী পাসপোর্ট ব্যবহারের অনুমতি নেননি। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছে, ‘জাহাজ এবং যাত্রীদের নিরাপদে ইসরাইলি বন্দরে স্থানান্তরিত করা হয়েছে এবং শীঘ্রই তাদের নির্বাসিত করা হবে।’ গত ১ সেপ্টেম্বর ইসরাইল একটি বেসামরিক ত্রাণ বহরও জব্দ করে। দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, তারা আটক দক্ষিণ কোরিয়ার নাগরিকের দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য ইসরাইলি কর্তৃপক্ষের কাছে অনুরোধ অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর