সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি পালায়নি—নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “আমি কোথাও পালিয়ে যাইনি, যাবও না, আগামীতেও দেশে থাকবো। কিন্তু নাহিদ ইসলামকেই পরিষ্কার করে বলতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।”

রিজওয়া আরও বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয় এবং এটা বলা তাদের তো অধিকার। এটাইতো গণতন্ত্রের চর্চা। প্রতিটা বিষয় নিয়েই যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলুন তো মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো?”

 

‘যেকোনো একটি বিষয় আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হলে তখন সরকার সে বিষয় নিয়ে কথা বলবে, সে বিষয় নিয়ে কাজ করবে। অনানুষ্ঠানিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তো সরকারের পক্ষে কিছু বলা সম্ভব না। নাহিদ ইসলামের বক্তব্য তাকে খন্ডাতে হবে, এটা উপদেষ্টার খণ্ডানোর বিষয় না’-উল্লেখ করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহযোগিতা দেবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।”

‘কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর’-উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ (যোগাযোগ) তৈরি করেছেন এবং কেউ কেউ নাকি নিজেদের ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন। তার সেই মন্তব্যের জবাবেই আজ রিজওয়ানা হাসান বলেন, “এমন মন্তব্য করা সহজ, কিন্তু দায়িত্বশীল হতে হলে প্রমাণসহ বলতে হয়-কারা সেফ এক্সিট চায়? এ বিষয়ে এখন নাহিদকেই পরিষ্কার করতে হবে।”

পরিবেশবাদী হিসেবে পরিচিত রিজওয়ানা হাসান আরও বলেন, “এই সরকার গণমানুষের স্বার্থেই কাজ করছে। কেউ যদি ব্যক্তিগত উদ্দেশ্যে বা রাজনৈতিক লবিং করে থাকে, সেটা তার নিজস্ব দায়। আমি আমার অবস্থানে স্বচ্ছ ও দায়িত্বশীল আছি, থাকবও।”


এই বিভাগের আরো খবর