মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে মোরেলগঞ্জ পৌরপারাকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম। সভাপতিত্ব করেন
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা সভাপতি তানভির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা জাসাস সভাপতি কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দ্বীপ।