ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে বললেন, “ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভবিষ্যৎমুখী ও জনগণকেন্দ্রিক রাখতে আগ্রহী। দেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে-এমন আশাবাদ ব্যক্ত করেছে ভারত। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই সরকার ক্ষমতায় আসবে, তার সঙ্গে কাজ করতে প্রস্তুত দেশটি।”
বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে-এটি কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে তা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ ধরনের বক্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট করেছে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকারই ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করতে তারা সদা প্রস্তুত।