আনন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হুতি ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলের দিকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনার পর জেরুজালেম, মধ্য ইসরায়েল ও দক্ষিণ-পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয়। যদিও ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে জানানো হয়, হামলা ও প্রতিরোধের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইডিএফ বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাদের দাবি, হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবে সতর্কতা সাইরেন বাজানোয় জেরুজালেম ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আইডিএফ আরও জানায়, ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত এটি ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই সময় থেকেই গাজায় হামাসবিরোধী সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। একই সময়ের মধ্যে হুতিরা অন্তত ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আইডিএফ।