মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতাঃ দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সোমবার
বাগেরহাটের মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও বিভিন্ন শ্রেনীপেশার
মানুষ মানববন্ধন করেছেন।
পৌর শহরের প্রধান সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনের আয়োজিত মানববন্ধনে
বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটকারি এস আলম কর্তৃক প্রভাব
খাটিয়ে অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের ইসলামী ব্যাংকের
নিয়োগ সহ বিভিন্ন ব্যাংক সেক্টরের গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা
লুট করে বিদেশে পাচার করেছে এস আলম ও সালমান এফ রহমান । এ চক্রের
পাচারকৃত সকল অর্থ বিদেশ থেকে ফেরত আনতে হবে। তাদের অবৈধ সম্পদ জব্দ
করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হবে। ইসলামী ব্যাংক সেক্টরে বিশেষ অঞ্চলে
একচ্ছত্র এ অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগ দিতে
হবে।
মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন
শতাধিক নারী পুরুষ গ্রাহকরা।