সর্বশেষ :
অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা  শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি চীনের এক বক্তব্যে জাপানের পর্যটন খাতে শেয়ারে দরপতন ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

 মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, জামায়াত নেতাসহ ১২ জনের নামে মামলা

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে এক ব্যবসায়ীকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৮টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় কালাম খানের বড় ভাই লুৎফর রহমান(৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের  আলী খান ওরফে কালু খানের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদি হয়ে রবিবার(৫ অক্টোবর) দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি ১২জন। এর মধ্যে প্রধান আসামি চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল খান। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনারেল মাওলানা মো. মাকসুদ আলী খান ও তার ছোট ভাই আল আমীন খানও এ মামলায় এজাহার নামীয় আসামি রয়েছেন।

নিহতের ছেলে মিঠু খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা বাড়ীর অদূরে ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসী দুই ভাইকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। তার দুই স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে মিঠু খান দাবি করেছেন।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, কালাম খান হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সন্দেহজনকভাবে একজনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতকদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর