সর্বশেষ :
সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী–অভিভাবকদের বিক্ষোভে রাস্তা অবরোধ বাগেরহাট প্রশাসন ও নাগ‌রিক নেতা‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত ফরিদপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ বিদেশ থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ঝুলে আছে ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশ বাগেরহাটে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক গোলটেলিব বৈঠক বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাট বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

 মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, জামায়াত নেতাসহ ১২ জনের নামে মামলা

প্রতিনিধি: / ৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে এক ব্যবসায়ীকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৮টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় কালাম খানের বড় ভাই লুৎফর রহমান(৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের  আলী খান ওরফে কালু খানের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদি হয়ে রবিবার(৫ অক্টোবর) দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি ১২জন। এর মধ্যে প্রধান আসামি চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল খান। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনারেল মাওলানা মো. মাকসুদ আলী খান ও তার ছোট ভাই আল আমীন খানও এ মামলায় এজাহার নামীয় আসামি রয়েছেন।

নিহতের ছেলে মিঠু খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা বাড়ীর অদূরে ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসী দুই ভাইকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। তার দুই স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে মিঠু খান দাবি করেছেন।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, কালাম খান হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সন্দেহজনকভাবে একজনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতকদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর