ফকিরহাট প্রতিনিধি:-বাগেরহাটের ফকিরহাটে এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। মুক্তিযুদ্ধা কমান্ডার মৃত শীবপ্রসাদ ঘোষের ছেলে জুপিটার ঘোষ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী সন্মেলনি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত ওই পরিবারের পৈতৃক জমি দখলের চেষ্টা করেন জনৈক
মোঃ ইখলাছ শেখ (পিতা-বেলায়েত শেখ), হেনা বেগম (৪০), জনি শেখ (৩৫) ও রনি শেখ (৩০)। উভয়েরই পিতা ইখলাছ শেখ।
জুপিটার ঘোষ জানান, “আমি বাগেরহাটে ছিলাম। সকালে স্থানীয় লোকজন ফোনে জানায় আমার জমি দখলের চেষ্টা চলছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ইখলাছ শেখ ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার পরিবারকে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
তিনি আরও বলেন, “এটা শুধু জমি দখলের বিষয় নয়, মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি অসম্মান। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত ইখলাছ শেখ বলেন, “আমি শুনেছি আমার নামে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার এই বিষয় নিয়ে থানায় বসাবসি হবে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, বিষয়টি থানায় অভিযোগের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।