বিদেশ : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে একটি স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার সাত জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে আরও দুইটি মরদেহ বের করেছেন বলে জানা গেছে। খবর বার্তাসংস্থা এএফপি’র। সিদোআরজোর বহু তলাবিশিষ্ট বোর্ডিং স্কুলটির একটি অংশ সোমবার হঠাৎ ধসে পড়ে। সেসময় ছাত্ররা বিকেলের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার পর ধ্বংসস্তুপের নিচে বহু ছাত্র আটকা পড়ে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও সাংবাদিকদের বলেন, গতকাল শুক্রবার ওযু করার স্থানে ধ্বংসস্তূপের চাপা আটকে পড়া দুই ছাত্রের মরদেহ পাওয়া যায়। তার আগে ৫৯ জনের নিখোঁজ থাকার আশঙ্কা করা হয়। হতভাগ্য পরিবারগুলো ধ্বংসস্তূপের পাশে তাদের প্রিয়জনদের খোঁজে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। বিশেষজ্ঞরা জানান, ধসের কারণ তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থলের কাছাকাছি উপকূলে ভূমিকম্প আঘাত হানে। ফলে উদ্ধার অভিযান তৎপরতা বাধার মুখে পড়েছে। উদ্ধারকারী দল সাময়িকভাবে তাদের কাজ বন্ধ করে দেয়। গত বৃহস্পতিবার নিখোঁজদের পরিবারগুলো ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেয়। উদ্ধারকাজে এখন পর্যন্ত মাত্র একটি ক্রেন ব্যবহার করা হয়েছে। দুর্ঘটনার ৭২ ঘণ্টার পার হওয়ায় ধংসস্তুপের নিচে ছাত্রদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। তাই উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে আরও যন্ত্রপাতি আনার প্রস্তুতি চলছে।