
এ সময় ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপি’র নয়, এটি আজকের বাংলাদেশের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের গণমানুষের দল। জনগণের অধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নির্দেশে তাতীদলসহ সব অঙ্গসংগঠন মাঠে রয়েছে এবং থাকবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং রাষ্ট্র সংস্কারের এই কর্মসূচিকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।