মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
করে মতবিনিময় ও আর্থিক অনুদান প্ধসঢ়;্রদান করেছেন।
মঙ্গলবার রাতে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ,কাজী মনিরুজ্জামান , মনিরুল হক
ফরাজি , জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ উপলক্ষে রাত ৮ টার দিকে কাজী খায়রুজ্জামান শিপন সেরেস্তাদারবাড়ি নবারুন সংঘ পূজামন্ডপ
পরিদর্শন ও শারদীয় সাংস্কৃতিক সন্ধ্যায় যোগাযোগ করেন। এ সময় নবারুন সংঘ দূর্গাপূজা
উৎযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কাজী
খায়রুজ্জামান শিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , পৌর বিএনপি সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্চু, আব্বাস মুন্সী প্রমুখ।
সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অসীম কর্মকার।
একইদিনে জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজি ছোটপরি সার্বজনীন দূর্গামন্দির, বানিয়াখালী
খেজুরবাড়িয়া দূর্গামন্দির, হরিনধরা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন। তিনি প্রতিটি পূজা
কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। আর্থিক সহযোগিতা প্রদান করেন।
অপরদিকে একই দিন সন্ধ্যায় বহরবুনিয়া ইউনিয়নে শনিরজোর বাজার সার্বজনীন মন্দির, ফুলহাতা
বাজার মন্দির মন্ডপ বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন বাগেরহাট জেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক সাইফুল ইসলাম সোহাগ। ##