আনন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সাময়িকভাবে সব বেসামরিক ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডেনমার্ক।এ তথ্য জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। পুলিশ ও নিরাপত্তা সংস্থার কার্যক্রম সহজ করতে এবং বিদেশি ড্রোনের মাধ্যমে সম্ভাব্য অনিশ্চয়তা ও বিঘ্ন এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় মন্ত্রণালয়টি। বিবৃতিতে বলা হয়, আসন্ন ইউরোপীয় সম্মেলন উপলক্ষে পুলিশ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশীয় নাগরিক ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। বিবিসির খবরে বলা হয়, এই ড্রোন নিষেধাজ্ঞা ৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর লঙ্ঘন করলে জরিমানা বা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে রয়েছে ডেনমার্ক। ২২ সেপ্টেম্বর থেকে দেশটি অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার ঘটনা শুরু হয়। এসব ড্রোন উড্ডয়নের কারণে কোপেনহেগেন ও অসলো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। গত সপ্তাহে অলবর্গ ও বিলুন্ড বিমানবন্দরেও একই ধরনের ঘটনার কারণে স্থগিত করা হয় সকল কার্যক্রম। তবে এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী এসব ঘটনাকে “হাইব্রিড হামলা”হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি একটি পদ্ধতিগত অভিযানের অংশ ছিল। ড্রোন অনুপ্রবেশের ঘটনায় এখনো তদন্ত চলছে এবং রাশিয়ার সম্পৃক্ততা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’ এছাড়া নরওয়ে, রোমানিয়া, ইস্তোনিয়া ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধযান প্রবেশের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যৌথভাবে ড্রোন মোকাবিলায় একটি “ড্রোন ওয়াল”গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাটোও জানিয়েছে, বাল্টিক অঞ্চলজুড়ে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।