বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মা ইলিশ সংরক্ষণ ও প্রধান প্রজনন মৌসুমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশের টেকসই উৎপাদন বজায় রাখতে এ সময় মা ইলিশকে রক্ষা করতে হবে। এজন্য সরকার বিশেষ এই নিষেধাজ্ঞা কার্যকর করছে।”

উপদেষ্টা আরও জানান, নিষেধাজ্ঞার সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার বিশেষ সহায়তা দেবে। দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে উপদেষ্টা বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতোমধ্যে ৮১ দশমিক ৪৩৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ইলিশের প্রজনন সুরক্ষিত হবে, অন্যদিকে জেলেদের জন্য বিকল্প সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মৎস্য উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর