শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ায় অ্যাটমিক প্রদর্শনীতে স্থান পেল ইরানের পারমাণবিক উদ্ভাবন

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অ্যাটম এঙ্পো ২০২৫-এ প্রদর্শন করা হয়েছে ইরানি বিজ্ঞানীদের সক্ষমতা এবং আধুনিক সব সাফল্য। মস্কোতে অনুষ্ঠিত রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটম উইকের এই ইভেন্টটিতে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের (এইওআই) এঙ্পোজিশন বুথে তাদের উদ্ভাবন তুলে ধরে তেহরান। গত রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। আয়োজনে উপস্থিতি ছিলেন এইওআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামি। মস্কোর একটি সাংস্কৃতিক প্রদর্শনী কমপ্লেঙ্ েইরানি প্যাভিলিয়নটি দেশটির সর্বশেষ পারমাণবিক শিল্প অর্জনগুলো প্রদর্শন করে দর্শনার্থীদের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। ইরান এবং আয়োজক দেশ রাশিয়ার পাশাপাশি, চীন, বেলারুশ, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ অন্যান্য দেশ এবং এর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও তাদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সক্ষমতা তুলে ধরে এই প্রদর্শনীতে। ইরানের পারমাণবিক চিকিৎসা, কৃষি, ইলেকট্রনিঙ্ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন পণ্য আন্তর্জাতিক পর্যায়ে দেশটির বৈজ্ঞানিক অগ্রগতির বহিঃপ্রকাশ তুলে ধরা হয় এতে। এছাড়াও, পারমাণবিক রেডিওফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিঙ্, ডায়াবেটিসের ক্ষত চিকিৎসার জন্য একটি কোল্ড প্লাজমা জেট ডিভাইস, স্থিতিশীল আইসোটোপ সমৃদ্ধকরণসহ ভারী জল উৎপাদন, কৃষি খাতে পারমাণবিক শিল্পের প্রয়োগ এবং রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োগসহ নানারকম পারমাণবিক শিল্প পণ্য ইরানের প্রদর্শনী বুথে প্রদর্শিত হয়ে। প্রদর্শনীটি ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, যা ইরান এবং অন্যান্য দেশের সর্বশেষ পারমাণবিক শিল্পের সাফল্য দেখার একটি অনন্য সুযোগ প্রদান করে।

 

 


এই বিভাগের আরো খবর