বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রিটেন শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার আশ্বাস দিল

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার জন্য ব্রিটেন সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জানিয়েছেন, তাদের সহায়তা শুধু নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাখার দিকেই সীমাবদ্ধ থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ হাই কমিশনার বলেন, “বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিটেন সহযোগিতা করতে চায়। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে আমরা আগ্রহী।”

প্রধান নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের লক্ষ্যে কমিশন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত করছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে কমিশন। ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠকও সেই উদ্যোগেরই একটি অংশ।

বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিয়ে ব্রিটিশ হাই কমিশনারের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


এই বিভাগের আরো খবর