দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নতুন করে আরও ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন তিনজন। এতে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে এসব আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন ভর্তিদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৫৬ জন রোগী রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনায় ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এ সময় সারাদেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৪৪ হাজার ১৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা যায়, এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে প্রাণ হারিয়েছেন ৯৩ জন। বরিশালে ২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগের বাইরে ৩ জন মারা গেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার না হলে মৃত্যুহার আরও বাড়তে পারে।