সর্বশেষ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে তথ্য অধিকার দিবস উদযাপন করেছে নাগরিক ফোরাম

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলায় তথ্য দিবস উদযাপন করেছে নাগরিক ফরম।
রবিবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।
 নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা সভাপতিতে ও সাধারণ সম্পাদ  এঞ্জেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের প্রতিপাদ্যের আলোকে আলোচনা করেন উপজেলা নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন, রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নী, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মো. মোহতাদির প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। এর আগে একটি বর্ণাঢ্য রেলি রামপাল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
বেসরকারী সংস্থা উই ক্যান ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা বাগেরহাটের রামপাল উপজেলার দুটি ইউনিয়নে নাগরিকদের অধিকার বিষয়ক সক্ষমতা বাড়াতে ‘নাগরিক’ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়নে এলাকাবাসী সমন্বয়ে গঠিত উপজেলে ও ইউনিয়ন নাগরিক ফোরাম যৌথভাবে দিবসটি পালন করলো। এম্বাসী অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন  (এমজেএফ) এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।


এই বিভাগের আরো খবর