বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সচিবালয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে অনশন

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিনের এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এই অনশন কর্মসূচি পালিত হয়। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, দীর্ঘ ২০ থেকে ২৫ বছর বেতন ছাড়াই তারা শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে আসছেন। স্বীকৃতির সময় পরিদর্শন করা হয়েছে এবং এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

প্রবীণ শিক্ষকরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বাধ্য হয়ে তারা সচিবালয়ে এসে অনশনে বসেছেন। শিক্ষকদের বক্তব্য, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’ সচিবালয়ে প্রবেশের প্রক্রিয়া সম্পর্কে এক শিক্ষক বলেন, ‘সচিবালয়ে আমাদের অনেক আত্মীয় ও শিক্ষার্থী রয়েছে। তাদের মাধ্যমে আমাদের নিরাপদভাবে পাশ দিয়ে প্রবেশ করতে হয়েছে।’

অনশনকারীরা আশা প্রকাশ করেছেন, সরকারের সঙ্গে তাদের সংলাপ ও আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এমপিওভুক্তি সমস্যার সমাধান দ্রুত হবে।


এই বিভাগের আরো খবর