মোরেলগঞ্জ প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা শুশীলন এর বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
“উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) ২য় পর্যায়” প্রকল্প স্থানীয় সরকার প্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শেষে স্বপ্ন প্রকল্পের বিশেষ অবদান রাখার জন্য ইউএনও অফিস, কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।