সর্বশেষ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ট্ধসঢ়;্রাইব্রেকারে ৫-৪
গোলে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাটের “রবি ভাই মেজবান বাড়ি হোটেল এন্ড
রেষ্টুরেন্ট”একাদশ । রানার্স আপ হয়েছে শরনখোলা উপজেলার “ রায়েন্দা ফ্রেন্ডস
ক্লাব”একাদশ।
শুক্রবার বিকাল ৫ টায় দৈবজ্ঞহাটী মাঠে অনুষ্ঠিত সেলিমাবাদ ক্রিড়া সংঘ কর্তৃক
আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ-
শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের প্রজন্মদলের
সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন। খেলায় উভয়দলের গোল শূণ্য
অমিমাংসিত থাকলে পরে খেলাটি ট্ধসঢ়;্রাইব্রেকারে গড়ায় ।
সেলিমাবাদ ক্রিড়া সংঘের আহ্বায়ক মো. রানা দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম
আহম্মেদ দীপ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান শামীম, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল
ইসলাম শান্ত। খেলা সার্বিক পরিচালনা করেন ছাত্রদল নেতা মো. শাওন দিদার।
খেলাটি ধারাভাষ্য ছিলেন এসকে লিটন। খেলা শেষে বিজয়ী বাগেরহাট “রবি ভাই
মেজবান বাড়ি হোটেল এন্ড রেষ্টুরেন্ট” দলকে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন
অতিথিবৃন্দরা। #


এই বিভাগের আরো খবর