বিনোদন: বলিউডের বহু প্রিয় মুখ দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ব্যক্তিগত জীবন এবং পরিবার নিয়ে। সম্প্রতি সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে ক্যাটরিনা কাইফের নাম। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, নায়িকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তিনি ৪২ বছর বয়সে প্রথমবার মা হতে চলেছেন। দীর্ঘ চার বছর বিবাহিত থাকার পর এই সুখবর প্রকাশ্যে এসেছে। চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, বেশি বয়সে মা হলে কিছু জটিলতার ঝুঁকি থাকে, তাই ক্যাটরিনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মুম্বাইয়ের আলিবাদে তাকে দেখা গেছে স্বামী ভিকি কৌশলে হাত ধরে হাঁটতে সাহায্য করছেন।
ক্যাটরিনা কাইফের এই ঘটনা বলিউডে একক নয়। এর আগেও কয়েকজন সুপরিচিত অভিনেত্রী ৪০ বছর বয়সের পরে মাতৃত্বের আনন্দ উপভোগ করেছেন। বিপাশা বসু ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহিত হওয়ার পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানকে স্বাগত জানান। শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে সারোগেসির মাধ্যমে তার মেয়ে সামিশাকে জন্ম দেন। এর আগে ৩৭ বছর বয়সে তিনি প্রথম সন্তান ভিয়ানকে জন্ম দিয়েছিলেন। এছাড়াও বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ৪৩ বছর বয়সে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে তিন সন্তানের মা হয়েছেন।
এখানে একটি স্পষ্ট ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে-উচ্চ বয়সেও মাতৃত্বের পথ খোলা থাকায়, সুপরিচিত নারী তারকারাও প্রায়শই বিশেষ চিকিৎসা পদ্ধতি বা সাবধানে স্বাস্থ্য ব্যবস্থা অবলম্বন করে সন্তান জন্ম দিয়েছেন। বলিউডের এই অভিজ্ঞতার গল্পগুলো তরুণদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়াচ্ছে।