মোরেলগঞ্জে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ সমাবেশ, ৫ দফা দাবি আদায়ের আহ্বান
প্রতিনিধি:
/ ১০৪
দেখেছেন:
পাবলিশ:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
শেয়ার করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি॥ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কার ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ৫ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোরেলগঞ্জ শাখার উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কাপুডিয়া পট্টির প্রধান সড়কে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
এসময় বক্তব্য রাখেন পৌর আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমির মাস্টার মো. মনিরুজ্জামান মনির, উপজেলা সেক্রেটারি মো. মাকসুদ খানসহ যুব বিভাগ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
অন্যদিকে, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোরেলগঞ্জ উপজেলা শাখা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এইচ এম সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ দা.বি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরী।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং অপরাধী ও খুনিদের বিচারের দাবিতে আন্দোলন চলবে।