মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা শুশীলন এর বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
“উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) ২য় পর্যায়” প্রকল্প স্থানীয় সরকার প্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসান তারেক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকতিয়ার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুশীলন স্বপ্ন পর্যায় ২য় প্রকল্প বাগেরহাট সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন, মোরেলগঞ্জ সুশীলন স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মহসিন আলম ও স্বপ্ন প্রকল্প ইউনিয়ন কর্মী সুমন হাওলাদার।
স্বপ্ন প্রকল্পের বিশেষ অবদান রাখার জন্য কর্মশালায় ইউএনও অফিস, কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।