সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যাংককে ব্যস্ত সড়কে হঠাৎ ১৬৪ ফুট গভীর গর্ত, আতঙ্কে হাজারো মানুষ

প্রতিনিধি: / ৭০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ততম সড়কে হঠাৎ মাটি ধসে বিশাল ‘সিঙ্কহোল’ তথা গর্তের সৃষ্টি হয়। সকালে এই ঘটনায় মুহূর্তে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে চারপাশ থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। ব্যাংককের দুসিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের কাছে এই সিঙ্কহোলটি তৈরি হয়েছে। এটি ১৬৪ ফুট গভীর এবং এর প্রশস্ততা ছিল ৯০০ বর্গফুটের সমান। সড়ক ধসেপড়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, সড়কের পৃষ্ঠ ধীরে ধীরে দেবে যাচ্ছে, বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পাইপ ফেটে পানি বের হচ্ছে। গর্তটি আরও প্রশস্ত হয়ে চার লেনের সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলন্ত গাড়িগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। গর্তের একটি প্রান্ত একটি পুলিশ স্টেশনের ঠিক সামনে এসে ঠেকেছে, যার ফলে এর ভূগর্ভস্থ কাঠামোটি উন্মোচিত হয়ে যায়। এ ঘটনায় ব্যাংকক শহরের একটি অংশের যান চলাচল ব্যাহত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট। ঘটনাস্থলের পাশের একটি হাসপাতালের বর্হির্বিভাগের পরিষেবা আগামী দু’দিনের জন্য বন্ধ রাখা হয়। আশপাশের অন্য ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।


এই বিভাগের আরো খবর