সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরান অত্যাধুনিক রুশ যুদ্ধবিমানের চালান হাতে পেল

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বিমানবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিগ-২৯এস যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ এ তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার ইরানি সংবাদমাধ্যম দিদবানের বরাতে এ খবর জানায় রুশ সংবাদমাধ্যম তাস। যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। আবোলফাজল জোহরেভান্দ জানান, নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে শিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি মিগ-২৯এসকে ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান আরও উন্নত রুশ এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, যুদ্ধবিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার এস-৪০০ ও চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেতে যাচ্ছে। এ জন্য যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়, এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অফ স্টাফ এবং আইআরজিসি জেনারেল আলী শাদমানি রাশিয়ান এসইউ-৩৫ যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও ‘অপারেশন রাইজিং লায়ন’-এর পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এ প্রচেষ্টা আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে। রুশ ও চীনা সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে।


এই বিভাগের আরো খবর