সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ আদালতের দৈনন্দিন কার্যক্রম বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটন ইতোমধ্যে আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এবার আদালতকে নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত করা হলে সেটি হবে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনটিটি স্যাংশন’ নিয়ে আলোচনা চলছে। যদিও তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। এদিকে সম্ভাব্য প্রভাব নিয়ে অভ্যন্তরীণ জরুরি বৈঠক করেছে আইসিসি আর সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকরাও এ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের ওপর “অবৈধ এখতিয়ার”দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র সদস্যদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত আরও পদক্ষেপ নেবে যতদিন পর্যন্ত আইসিসি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি হয়ে থাকবে।’ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে ব্যাংকিং সেবা, সফটওয়্যার ব্যবহার এমনকি কর্মীদের বেতন পরিশোধেও সমস্যা হতে পারে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আদালতের কর্মীদের ২০২৫ সালের বাকি সময়ের বেতন আগাম পরিশোধ করা হয়েছে বলে তিনটি সূত্র জানিয়েছে। পাশাপাশি বিকল্প ব্যাংকিং ব্যবস্থা ও সফটওয়্যার সরবরাহকারীর সন্ধান করছে আইসিসি।


এই বিভাগের আরো খবর