সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমানের ভেতরে ইঁদুর, বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নির্ধারিত সময়ে সকলে বিমানে উঠে পড়েছেন। সবাই যে যার সিটে বসেও পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে তাণ্ডব চালাল একটা ছোট ইঁদুর। ওই ছোট প্রাণীটি একেবারে ঢ়ুকে পড়েছে বিমানের কেবিনে। আর শুধু ঢ়ুকে পড়েছে তাই নয়, রীতিমতো সে কেবিনে দৌরাত্ম্য শুরু করে দিয়েছে। পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ইঁদুর ধরা হয়। শেষমেশ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে বিমানটি তার গন্তব্যে রওনা দেয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুর দেখা যাওয়ায় তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে বিমানটি। এতে ভোগান্তিতে পড়েন ১৪০ যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এনডিটিভি বলছে, রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত হন। পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিমানটির ভেতরে ইঁদুর খোঁজার অভিযান শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ অনুসন্ধান। ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে। এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং নিশ্চিত করেছেন, বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল।


এই বিভাগের আরো খবর