বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ায় গেলেন

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সেখানে তিনি অংশ নেবেন ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫’-এ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলন মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স যৌথভাবে আয়োজন করেছে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের স্থলবাহিনীর প্রধানরা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা, মৈত্রী ও সহযোগিতা জোরদার করা, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং অভিজ্ঞতা ও মতবিনিময় করা।

আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে। জেনারেল ওয়াকার-উজ-জামান সফরের পর আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশে ফিরবেন।


এই বিভাগের আরো খবর