বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতীয় নির্বাচন নিয়ে সোমবার ইইউ-ইসি বৈঠক

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী টিম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিলেন।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইইউ ইতোমধ্যেই তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠিয়েছে। পাশাপাশি কমিশনের কার্যক্রমে সহায়তার জন্য ৪ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে ইইউ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীর প্রশিক্ষণ, নির্বাচন বিষয়ক শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নিয়েছে তারা। এছাড়া নির্বাচনী সময়ে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলাতেও সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।

ইসি সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ প্রেক্ষাপটে ইইউর এ বৈঠককে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর