মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট জেলার জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান চারটি আসনই যৌক্তিক ছিল। একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। এটি জেলার মানুষের প্রত্যাশার পরিপন্থী ও অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তারা।
বক্তারা অবিলম্বে এ সংক্রান্ত গেজেট বাতিল করে পূর্বের চারটি আসন বহাল রাখার দাবি জানান। একইসঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।