বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসন্ন নির্বাচনে পুলিশের ‘ঐতিহাসিক পরীক্ষা’: আইজিপি

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনকে শুধু ভোটগ্রহণের প্রক্রিয়া হিসেবে দেখছেন না বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, এই নির্বাচন হলো জনগণের বিশ্বাসের প্রতিফলন এবং নিরাপত্তা প্রদানে ও নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা প্রদানের মাধ্যমে পুলিশ তাদের জন্য একটি ‘ঐতিহাসিক পরীক্ষা’ অতিক্রম করবে।

আইজিপি জানান, নির্বাচনের সময় প্রায় দেড় লাখ পুলিশ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণে থাকবে। তিনি সদস্যদের সতর্ক করেন যে, প্রশিক্ষণ কেবল আইন শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; চাপের মধ্যে নিরপেক্ষ থাকা, সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া এবং জনগণের আস্থা অর্জনের কৌশল রপ্ত করাও সমান গুরুত্বপূর্ণ।

বাহারুল আলম আরও বলেন, ‘সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ এসেছে যে পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।’ তিনি পুলিশ সদস্যদের আহ্বান জানান, প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠে কাজে লাগাতে হবে, সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা, আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।

আইজিপি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। এই লক্ষ্য অর্জনের জন্য দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা অপরিহার্য।’

বাংলাদেশ পুলিশের নেতৃত্বের এই মন্তব্যগুলো নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রহরী সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্য বহন করছে।


এই বিভাগের আরো খবর