বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোটের পরিবেশ অনুকূলে, আসন সীমানা চূড়ান্ত: ইসি আনোয়ারুল ইসলাম

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভোটের পরিবেশ এখন পর্যন্ত শতভাগ অনুকূলে রয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম রোববার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান, ভোট না হওয়ার মতো কোনো প্রতিকূল অবস্থা কমিশনের কাছে প্রতীয়মান হচ্ছে না। তিনি বলেন, “কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি।”

ইসি আনোয়ারুল ইসলাম ভোটার ও আসন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, কমিশন ইতিমধ্যে ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করেছে। এতে প্রায় ৫২টি আসনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে, আর বাগেরহাটে একটি কমানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আইন অনুযায়ী এই চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালত বা অন্য কর্তৃপক্ষের কাছে ‘প্রশ্ন তোলার’ সুযোগ নেই। আন্দোলন বা বিক্ষোভ করলেও এতে কোনো লাভ হবে না।

আসন সীমানা নির্ধারণে ভোটার সংখ্যা, প্রশাসনিক অখণ্ডতা এবং ভৌগোলিক অঞ্চলকে সমন্বিতভাবে বিবেচনা করা হয়েছে। গাজীপুরে ভোটার সংখ্যা বেশি থাকায় সেখানে একটি আসন বৃদ্ধি পেয়েছে, আর বাগেরহাটে কমেছে। কমিশন সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই সীমানা নির্ধারণ করেছে।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব প্রতিবেদন কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা যাচ্ছে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হবে। এছাড়া প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চূড়ান্ত হয়েছে, এবং অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক থাকলে সমন্বয় করা হবে।

আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কমিশন সজাগ অবস্থানে রয়েছে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি। দেশের ভোটের পরিবেশ এখন পর্যন্ত শতভাগ অনুকূলে রয়েছে।”


এই বিভাগের আরো খবর