বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জোর দিয়ে বলেন, পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না এবং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ কথা জানান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক কর্মকাণ্ড ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রেস সচিব বলেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে মাঠে নেমেছে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিতে বৈঠকে সিদ্ধান্ত হয়।

ডাকসু নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন শফিকুল আলম। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আসন্ন দুর্গাপূজাকে ঘিরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। প্রেস সচিব বলেন, পূজা নির্বিঘ্নভাবে উদযাপনের জন্য আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর