শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনিতে আবারও দুর্ধর্ষ সিরিজ চুরি সংঘটিত হয়েছে। দশভরি স্বর্ণালংকার সহ নগদ
সাড়ে তিন লক্ষ টাকা ও আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাঁকড়া সহ নগদ ১৫ হাজার টাকা
চুরি হয়েছে। কপিলমুনি বাজারে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে একই সময়ে চুরি সংঘঠিত
হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সীমানা প্রাচীরের মাত্র কয়েক হাত
দূরে অবস্থিত ঘের ব্যবসায়ী আলহাজ্ব সালাম গাজির ব্যবসায়ী অফিসে দুর্ধর্ষ এ চুরির ঘটনা
ঘটে।এছাড়া পাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠানেও একই সময় চুরি সংঘঠিত হয়।চোরেরা ওই দিন
গভীর রাতে সালাম গাজির উক্ত ব্যবসায়ী অফিসের পিছনের দশ ইঞ্চি ইটের দেওয়াল ভেঙ্গে ভিতরে
প্রবেশ করে অফিসের একটি স্টিলের আলমারি, দুটি টেবিলের ড্রয়ার সহ একটি লোহার সিন্দুক
ভেঙে সিন্দুকে রক্ষিত সাড়ে তিন লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে
সালাম গাজি জানান।এছাড়া পাশেই অবস্থিত গাজী ফিসের সামনের দরজার তালার আংটা কেটে
চোরেরা ৬ কেজি কাঁকড়া ও ৫ হাজার টাকা এবং তানিয়া এন্টার প্রাইজে একইভাবে ভিতরে
ঢুকে টেবিলের ড্রয়ার ভেঙ্গে দশ হাজর টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান। চুরির ঘটনায়
থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে ঘের ব্যবসায়ী সালাম গাজি জানান। এর আগে গত ১১
আগস্ট কপিলমুনি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত বিসমিল্লাহ বীজ ভান্ডারে এক দুর্ধর্ষ চুরি
সংঘঠিত হয়। সেখান থেকে চোরেরা দুটি গ্যাসের চুলা,বিভিন্ন কীটনাশক ঔষধ,একটি
শাওমি স্মার্টফোন ও দোকানে রক্ষিত ৮ হাজার টাকা নিয়ে যায়। ১০ ইঞ্চি ইটের দেয়াল ভেঙ্গে
একই সাথে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা কপিলমুনি বাজারে প্রথম চুরির ঘটনা বলে
অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন। তাঁরা আরও জানান,বাজারে নৈশ প্রহরি থাকলেও ঘন ঘন চুরির
ঘটনায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন,ঘন ঘন চুরির ঘটনায়
আমরা আতঙ্কিত।