বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে চোরচক্রের দৌরাত্ম

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে চোর চক্রের দৌরাত্ম। তাতে ব্যাপকভাকে বেড়েছে চুরির ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ৫ হাজার ৩৮৭টি চুরির মামলা হয়েছে। যদিও বিপুলসংখ্যক চুরির ঘটনাতেই ভুক্তভোগীরা মামলা করে না। মূলত বেকারত্ব, নিত্যপণ্যের উচ্চমূল্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারির অভাব, স্বভাবগত সমস্যা ও মাদকের কারণে দেশে চুরির ঘটনা বাড়ছে। দেশে অপরাধমূলক কর্মকাণ্ডে মধ্যে ৭০ শতাংশই চুরিসংক্রান্ত ঘটনা। তার মধ্যে বেশি ঘটছে ছিঁচকে চুরি। সেক্ষেত্রে নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরো সতর্কতা জরুরি। পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি মাসে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। প্রকাশ্যে চুরি ও লুটপাট হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর। রাজধানীতে দিনদুপুরে চোরচক্র মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়ির চাকাসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ খুলে নিচ্ছে। তাছাড়া নানা স্থানে বৈদ্যুতিক বাল্ব, রড, সিমেন্ট ও সিএনজি অটোরিকশা, যন্ত্রচালিত রিকশার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে। পাশাপাশি বাসবাড়িতে নানা কৌশলে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস চোরচক্র হাতিয়ে নিয়ে যাচ্ছে। একটু চোখের আড়াল হলেই গুরুত্বপূর্ণ ব্যবহার্য জিনিস নিয়ে যাচ্ছে চোর। বর্তমানে শুধু শহরে নয়, গ্রামগঞ্জেও ব্যাপক বেড়েছে চুরির ঘটনা। কৃষকের বাড়ির পাটসহ শস্যসামগ্রী, হাঁস-মুরগি এবং গৃহস্থালি জিনিস চুরি হচ্ছে।

সূত্র জানায়,  দেশের বিভিন্ন থানায় চলতি বছরের চুরির ঘটনায় জানুয়ারি মাসে ৭৯৭টি মামলা, ফেব্রুয়ারিতে ৬৭৩টি, মার্চে ৮৬৬টি, এপ্রিলে ৭১৫টি, মে মাসে ৭৬৫টি, জুনে ৭২২টি ও জুলাইয়ে ৮৪৯টি মামলা হয়। তার মধ্যে মেট্রোপলিটন এলাকার মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সবচেয়ে বেশি, ৮৩৭টি চুরির মামলা হয়েছে। তার মধ্যে জানুয়ারিতে ১৪৬টি, ফেব্রুয়ারিতে ১১৭, মার্চে ১৩৭, এপ্রিলে ১১৮, মে মাসে ১২৮, জুনে ৯০ ও জুলাইয়ে ১০১টি চুরির মামলা হয়। আবার রেঞ্জ পুলিশের হিসাবেও ঢাকা রেঞ্জে সবচেয়ে বেশি, ৪২৪টি চুরির মামলা হয়েছে। রাজধানীর বাসাবাড়িতে চুরির পাশাপাশি সড়কের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ পাওয়া যায়। মার্কেটের মালপত্র ও অফিসের সরঞ্জাম চুরির অভিযোগ রয়েছে। সোনার দোকানে চুরির ঘটনা ঘটছে। ম্যানহোলের ঢাকনা চুরিও বেশ বেড়েছে। বর্তমানে অন্যান্য অপরাধের চেয়ে চুরির ঘটনা বেশি ঘটছে।

এদিকে এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের (এআইজি মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, চুরিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সামপ্রতিক এক ব্রিফিংয়ে জানান, দেশে চুরি-ছিনতাই বেড়েছে। তবে অপরাধীদের ধরতে সরকার তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর