দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ১১২ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগের হাসপাতালে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১৬ জন করে, ময়মনসিংহে ১০ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ৫৬ জন করে ভর্তি হয়েছে।
এ পর্যন্ত ২০২৫ সালের শুরু থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন, যার মধ্যে পুরুষ ৫৯ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪০ দশমিক ২ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩০ জনের। এছাড়া ৩১ হাজার ৬৩১ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা কম হলেও, প্রতিদিনের বৃদ্ধির হার এবং মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, পোকামাকড়ের লার্ভা নিধন ও দ্রুত চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।