বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষণের হুমকি: ঢাবি শিক্ষার্থী আলী হুসেন বহিষ্কার

প্রতিনিধি: / ৭৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হুসেন (শ্রেণি রোল ৫৪, রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮) সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেন। এ ঘটনায় গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি হিসেবে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। প্রক্টর অফিসের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেই শাস্তি নির্ধারণ করা হয়। একই দিন ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনও দুই সদস্যের একটি কমিটি করে।

ঘটনার সূত্রপাত হয় ৩১ আগস্ট, যখন ঢাবি এক ছাত্রী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এর প্রতিক্রিয়ায় আলী হুসেন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে উল্টো ওই ছাত্রীকে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।

মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রসংগঠন ও বিভিন্ন মহল তীব্র নিন্দা জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার কঠোর শাস্তির দাবি জানানো হয়। ইসলামী ছাত্রশিবিরসহ ডাকসু নির্বাচনের কয়েকটি প্যানেলও লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিতে কোনোভাবেই এমন ন্যাক্কারজনক আচরণ বরদাশত করা হবে না। শাস্তির এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।


এই বিভাগের আরো খবর