সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় আগস্টে প্রাণহানি ৫৬৩ জনের

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে গত আগস্ট মাসজুড়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে উঠে আসা এ পরিসংখ্যান উদ্বেগজনক এক চিত্র তুলে ধরেছে। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৪৯৭টি ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৫০২ জন। এসব ঘটনায় আহত হয়েছেন এক হাজার ২৩২ জন। রেলপথে ৩৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন এবং আহত হয়েছেন ৭ জন। নৌপথে ২১টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের, আহত হয়েছেন ২২ জন এবং নিখোঁজ রয়েছেন ১৩ জন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে আগস্ট মাসে ৫৫২টি দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৫৬৩ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৬১ জন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন এবং আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ১৯ শতাংশ এবং নিহতের ৩৫ দশমিক ০৫ শতাংশ।

ভৌগোলিকভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৩২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২৮ জন। অপরদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ১৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৪ জনের।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, আগস্টে দুর্ঘটনা বাড়ার পেছনে অন্যতম কারণ হলো বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত সড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়া। এছাড়া মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা ও নসিমন-করিমনের অনিয়ন্ত্রিত চলাচল, রোড সাইন ও সড়কবাতির অভাব, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং অতিরিক্ত যাত্রীবহন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিস্থিতি পরিবর্তনে সড়ক অবকাঠামো উন্নয়ন, যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।


এই বিভাগের আরো খবর