বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন মার্কিন কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ পদে মনোনীত করেছেন। তবে এ পদে যোগদানের জন্য তাকে এখনও মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মনোনয়নের বার্তাটি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিনেটে পাঠানো হয়েছে। বিষয়টি হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র বিভাগও ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার খবর নিশ্চিত করেছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন দীর্ঘদিনের পেশাদার কূটনীতিক। বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ থেকে তিন বছর তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি প্রভাব বিষয়ে তিনি সরাসরি পরামর্শ দিতেন।

গতবছর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর থেকে ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ক্রিস্টেনসেন সিনেটের অনুমোদন পেলে বাংলাদেশে পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউস আরও কয়েকটি কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডার সার্জিও গরকে ভারতের রাষ্ট্রদূত, স্টেফানি হ্যালেটকে বাহরাইনের রাষ্ট্রদূত, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডের রাষ্ট্রদূত এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর