সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় ২০ জন নিখোঁজ

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ায় আইন প্রণেতাদের জন্য বিশাল সুযোগ-সুবিধা প্রদানের ফলে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সপ্তাহে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। আধাসামরিক পুলিশ ইউনিটের হাতে একজন তরুণ ডেলিভারি চালককে হত্যার ফুটেজ ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ‘কন্ট্রাএস-এ জমা দেওয়া পাবলিক রিপোর্টের ভিত্তিতে ১ সেপ্টেম্বর পর্যন্ত, ২৩ জন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পাওয়া গেছে। কমিশন ফর দ্য ডিসঅ্যাপিয়র্ড অ্যান্ড ভিকটিমস অফ ভায়োলেন্স (কন্ট্রাএস) এক বিবৃতিতে বলেছে, ‘অনুসন্ধান ও যাচাইকরণ প্রক্রিয়ার পরেও, ২০ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।’ সংস্থাটি জানিয়েছে, বান্দুং, ডেপোক এবং মধ্য জাকার্তা, পূর্ব জাকার্তা ও উত্তর জাকার্তার প্রশাসনিক শহরগুলোতে ২০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একটি ঘটনা অজানা স্থানে ঘটেছে। সোমবার জাতিসংঘ বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে। ১০ মাস আগে দেশটির সাবেক জেনারেল ক্ষমতা গ্রহণের পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ। সোমবার রাজধানী জাকার্তা জুড়ে সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, শত শত মানুষ আবার সংসদের বাইরে জড়ো হয়েছিল এবং আরো বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর