সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মের উষ্ণতার রেকর্ড ২০২৪ সালকে ছাড়িয়েছে

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে। সরকারি তথ্যের বরাত দিয়ে গতকাল সোমবার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কোরিয়া আবহাওয়া প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত গড় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭৩ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।’ এই সময়ে পূর্ববর্তী রেকর্ড ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ও উত্তর কোরিয়া তাদের উষ্ণতম জুন মাসও পার করেছে। উভয় দেশেই এ সময় তাপমাত্রা আগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সরকারি তথ্যে দেখা গেছে, তিন মাসের মধ্যে তাপপ্রবাহের দিনগুলোয় দৈনিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল। তিন মাসের মধ্যে তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭৩ সালের পর তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা। দেশটি দীর্ঘ খরার মুখোমুখি থাকাকালে পূর্ব উপকূলীয় নগরী গ্যাংনিউং-এ এর ব্যাপক প্রভাব দেখা দেয়। কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায়, নগরীর পাইপযুক্ত পানির প্রধান উৎস ওবং জলাধারের পানির স্তর ১৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় ২ লাখ জনসংখ্যার নগরীটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। শুষ্ক আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ পানি সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়। এর অংশ হিসেবে ৭৫ শতাংশ পরিবারের মিটার বন্ধ করে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর