সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সাস ফেস্ট ২০২৫’

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাটঃ  জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং
সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে একশনএইড বাংলাদেশ ও বাঁধন
মানব উন্নয়ন সংস্থা-এর সহযোগিতায় বাগেরহাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো
‘নেক্সাস ফেস্ট ২০২৫। জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে আয়োজিত এ উৎসবে
স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি
অংশীদাররা একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান
জানান।

উৎসব টি ২৭ আগস্ট ২০২৫ জেলা পরিষদ মাঠে শুরু হয়ে ২৮ আগস্ট ২০২৫ সমাপনী
অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক  ও গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, বাঁধন
মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলন, বাঁধন
মানব উন্নয়ন সংস্থার (এফোরটি ) প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী সোহাগ
হাওলাদার,একশন এইড বাংলাদেশের প্রতিনিধি নাহিদা ইসলাম তৃষা এবং কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জনস্বাস্থ্য, ইউনিয়ন পরিষদ, জেলা
সাইবার টিমসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী
উদ্যোক্তারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়
সরকার ও জনগণের সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি।  যুব প্রতিনিধি এসএম
ইমরান তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম)
আরিফ সিদ্দিকী বলেন, “নেক্সাস ফেস্ট কেবল একটি উৎসব নয়, এটি আমাদের
স্থানীয় সমস্যার সমাধান খোঁজার একটি প্ল্যাটফর্ম। স্থানীয় কণ্ঠস্বরকে
সামনে আনা এবং সহনশীল সমাজ গড়ে তোলার জন্য এ আয়োজন অত্যন্ত
গুরুত্বপূর্ণ।”

দুই দনিব্যাপী এই উৎসবে  বাগরেহাট সরকারী বালক উচ্চ বদ্যিালয় ও সরকারি
বালকিা উচ্চ বদ্যিালয়  এর মধ্যকোর ক্লাইমটে অলম্পিয়িাড, চিত্রাংকন
প্রতিযোগিতা ,ডিবেট  প্রতিযোগিতা অনুষ্ঠতি হয় । এছাড়া নাটক, পটগান,
মতো লোকজ পরবিশেনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হয়।
সামাজিক সংহতি বৃদ্ধরি জন্য , হাড়িভাঙ্গা, টাকিমাছ ধরা, সাইকলে রেস এবং
বাবা-মেয়ের ক্রিকেট টুর্ামেন্ট মতো নানা ধর খেলাধুলা।

উৎসব থেকে প্রত্যাশা করা হচ্ছে— জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তৃণমূল
কণ্ঠস্বর নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে, সামাজিক ঐক্য ও
সহমর্মিতা প্রতিষ্ঠিত হবে এবং সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও জনগণের
মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে।

একশনএইড বাংলাদেশের A4T (Action for Transformation) প্রোগ্রামের অংশ
হিসেবে আয়োজিত এ উৎসব তরুণ নেতৃত্বকে সামনে এনে জলবায়ু সহনশীলতা,
শান্তি, ন্যায় ও টেকসই উন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা
তৈরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর