গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলাকে ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নুরের ওপর বীভৎসভাবে আক্রমণ চালানো হয়েছে। এটি ছিল পূর্বপরিকল্পিত ও টার্গেট করে করা হামলা। হামলাকারীদের উদ্দেশ্যই ছিল তাঁকে হত্যা করা। তাঁর শরীরের আঘাতগুলো সামান্য ডানে বা বামে হলে হয়তো বেঁচে ফিরতেন না। তিনি আরও উল্লেখ করেন, এর আগেও নুরের ওপর অন্তত ২২ বার হামলা হয়েছে—বগুড়া থেকে শুরু করে যেখানে গেছেন, সেখানেই তিনি সরকারের দমননীতির শিকার হয়েছেন। বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্ত দাবি করছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, শুক্রবার নুর কোনো ধরনের সহিংসতায় অংশ নেননি। তারপরও তাঁর কার্যালয়ে ঢুকে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো নানা কৌশলে আঘাত হানার চেষ্টা করছে।
এ সময় জাতীয় পার্টির বিষয়ে কড়া সমালোচনা করে রিজভী বলেন, জি এম কাদের এ ঘটনায় সরাসরি জড়িত কি না, তা নিশ্চিত নই। তবে যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, তিনি কীভাবে বাংলাদেশের রাজনীতি করেন, সেটিই আশ্চর্যের বিষয়। তাঁর মতে, এরা এখনো গভীর অন্ধকার থেকে মাথা তুলে রাজনীতির মাঠে উঁকি দিচ্ছে।
গণঅধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুললেও এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, এ সিদ্ধান্ত দলীয় পর্যায়েই নেওয়া হবে।