সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিড়ের মধ্যে গাড়ি চাপায় ফ্রান্সে নিহত ১, আহত ৫

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিদেশ : ফ্রান্সের উত্তরাঞ্চলে গতকাল শনিবার ভোরে কথা কাটাকাটির জেরে একটি মদের বারের বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার গাড়ি চালিয়ে লোকজনকে চাপা দিয়েছে। দেশটির প্রসিকিউটররা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এই ঘটনায় ১ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছে। ফ্রান্সের রৌয়েন শহর থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির এভরেঙ্ শহরে এই দুর্ঘটনা ঘটে। ইচ্ছাকৃতভাবে হত্যা এবং হত্যাচেষ্টার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তবে, ঘটনাটি কোনো সন্ত্রাসী বা বর্ণবাদী কার্যক্রম সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন তারা। এভরেঙ্ পাবলিক প্রসিকিউটর রেমি কৌতিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই ঘটনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়া ৫ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।’ কৌতিন বলেন, ‘বেশ কয়েকজন পুরুষের সঙ্গে এক তরুণীর কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর তাদের মধ্যে একজন গাড়ি আনতে যান এবং ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে গাড়িটি বারের বাইরে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন। ঘটনাটি ক্রমেই জটিল আকার ধারণ করে ভয়াবহ ট্র্যাজেডিতে শেষ হয়।’ এই ঘটনায় দুই পুরুষ এবং এক নারীকে আটক করা হয়েছে।


এই বিভাগের আরো খবর