সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ এক মাদককারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে আট কেজি গাঁজা সহ ইব্রাহিম তালুকদার (২২) নামে এক মাদকারবারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার মাদককারবারি ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার মিলন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা দিকে স্থানীয় লোকজন উপজেলার কাটাখালী মোড় এলাকায় ইব্রাহিম তালুকদার নামে ওই যুবককে একটি ড্রাম নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম খুলে দেখেন ভেতরে গাঁজা রয়েছে। এসময় গাঁজাসহ মাদককারবারি ইব্রাহিম তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় আট কেজি গাঁজাসহ মাদককারবারি ইব্রাহিম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন। #


এই বিভাগের আরো খবর