শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসির কর্মপরিকল্পনা চূড়ান্ত

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই প্রকাশ করা হবে এ কর্মপরিকল্পনা। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে, দুই-এক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

এর আগে গত রোববার (২৪ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিস্তারিত রোডম্যাপ তুলে ধরেন। আর গত বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠকে কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়।

ইসি সূত্র জানিয়েছে, ভোটের প্রস্তুতির অংশ হিসেবে রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল তৈরি, ম্যানুয়াল প্রস্তুত, আইন সংস্কার এবং ভোটের উপকরণ ক্রয়সহ নানা বিষয় স্থান পেয়েছে।

ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে অংশীজনদের সঙ্গে সংলাপ। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা হবে। পরে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশন।

রোডম্যাপ অনুমোদনের পাশাপাশি সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানিও চলছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে বিভিন্ন জেলার প্রতিনিধি অংশ নেন। পাবনার সাঁথিয়া ও বেড়া নিয়ে নতুন আসনের দাবি তোলে জামায়াত সমর্থিতরা। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানাকে সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনের কয়েকটি ইউনিয়নকে কুড়িগ্রাম-৩ আসনে যুক্ত করার আবেদনও জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সংসদীয় আসনের খসড়া প্রকাশ করে ইসি। শুনানি শেষে দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা ঘোষণা করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এ জন্য নির্বাচন কমিশনকে আগেই চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্ধারিত সময়সীমা মাথায় রেখে এবার কমিশন দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে পারছে।


এই বিভাগের আরো খবর