
মো নাজমুল মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বাজারজাত করা তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের নিবারক দল। মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মূসক আইন ৬.৩ অনুযায়ী কর পরিশোধ না করা এবং নকল ব্যান্ডরোল ব্যবহারের সন্দেহে বিপুল পরিমাণ বিড়ি, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য জব্দ করা হয়। ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানান, এসব পণ্য কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা আরও জানান, অবৈধভাবে উৎপাদন ও বিক্রির কারণে সরকার বিপুল রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং এটি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে। জব্দকৃত পণ্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা এবং সরকারের রাজস্ব খাত সুরক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান ভ্যাট কর্মকর্তারা।